মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নাচের ছন্দে একসঙ্গে মঞ্চ কাঁপাচ্ছেন হৃতিক-তৃপ্তি!

 

বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশন 🕺 তাঁর নজরকাড়া চেহারা, লুকস, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নাচের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর নাচের স্টেপস এত মসৃণ যে তার সঙ্গে এক্সপ্রেশন ভক্তদের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট! অভিনেতাকে নাচতে দেখা যেন তাঁর অনুরাগীদের কাছে এক বিশেষ পাওনা। সম্প্রতি হৃতিকের মন খুলে নাচের একটি নতুন ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, তবে তিনি একা নন! এই প্রথমবার অভিনেতা, জাতীয় ক্রাশ তৃপ্তি দিমরি-র সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক। 🤩


হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন! ভাইরাল ক্লিপটি শুরু হয় হৃতিক রোশনের সোলো নাচ দিয়ে। কিন্তু তারপরেই তৃপ্তি দিমরি তাঁর সাথে যোগ দেন এবং দু'জনে একসাথে কয়েকটি স্টেপ করেন। 💃 এরপর তৃপ্তিকে মঞ্চে রেখে ফ্রেমের বাইরে চলে যান হৃতিক। তখনই 'অ্যানিম্যাল' অভিনেতা একা রীতিমতো মঞ্চ দাপিয়ে বেড়ান, নাচের ছন্দে ঢেউ তোলেন এবং দর্শকদের তাঁর চমৎকার হাসি উপহার দেন। 😍

তবে এই ভাইরাল ভিডিওটি দেখে হৃতিক এবং তৃপ্তির রসায়ন সম্পর্কে এখনই মন্তব্য করা যথেষ্ট নয়। 🤔 এটি শুধু একটি বিজ্ঞাপন নাকি কোনো সিনেমার অংশ, তা স্পষ্ট নয়। তবুও, এই নতুন জুটি ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাবে বলেই মনে করা হচ্ছে। তবে তাঁদের এই জুটি দেখে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। 🤷‍♀️


হৃতিক ও তৃপ্তির প্রশংসা করে কিছু ভক্ত এই ভাইরাল ক্লিপটিতে ভালোবাসা বর্ষণ করেছেন। 💖 উদাহরণস্বরূপ, একজন মন্তব্য করেছেন, "এটি কি শুধুই সেটের রসায়ন... নাকি এটি তৈরি করা বিশুদ্ধ যাদু?" ✨ আরেক ভক্ত লিখেছেন, "এক ফ্রেমে বর্তমান প্রজন্মের দুই সেরা নৃত্যশিল্পী।" 👏

তবে তৃপ্তি ও তাঁর নাচকে ট্রোল করেছেন অনেকেই। 😅 এরকম একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, "আমি তৃপ্তিকে পছন্দ করি কিন্তু যখনই সে নাচতে শুরু করে তখন আমি ভয় পেয়ে যাই।" 😅 অন্য একজন লিখেছেন, "দুজনেই তাঁদের নাচের দক্ষতার জন্য পরিচিত... তবে ভিন্নভাবে।" 😂 আরেকজন মন্তব্য করেছেন, "সেরা এবং সবচেয়ে খারাপ নৃত্যশিল্পী এমন একটি সংমিশ্রণ।" 🤣


প্রসঙ্গত, গত বছর তাঁর চলচ্চিত্র 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও'-এর 'মেরে মেহবুব' গানটি প্রকাশিত হওয়ার সময় তৃপ্তিকে তাঁর নাচের জন্য শেষবার এতটা ট্রোল করা হয়েছিল। 😅

হৃতিক ও তৃপ্তির এই ভাইরাল ভিডিও নিয়ে আপনার মতামত কী? 👇


সোহিনী-শোভনের প্রথম বিবাহবার্ষিকী!

 

এক বছর আগে আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। 💖 ২০২৪ সালের ১৫ই জুলাই আইনি মতে বিয়ে সেরে শোভন সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। দেখতে দেখতে মঙ্গলবার তাঁদের দাম্পত্য জীবন পূর্ণ করল এক বছর, আজ তাঁদের প্রথম বিবাহবার্ষিকী! 🥳💍
এই বিশেষ দিনে তাঁদের অনুরাগীরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ❤️ সেই সব বিশেষ পোস্ট শোভন ও সোহিনী নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তবে তাঁদের নিজস্ব কোনো উদযাপন বা বিশেষ পোস্ট এখনও প্রকাশ্যে আসেনি। 🤫
আজ থেকে ঠিক এক বছর আগে, কিছুটা সবাইকে চমকে দিয়েই শোভন-সোহিনী তাঁদের বিয়ের খবর সামনে আনেন। এর বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে তাঁরা কখনোই এ নিয়ে খোলামেলা কথা বলেননি। এরপর তাঁদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 📸✨
প্রেম নিয়ে যতই রাখঢাক থাকুক না কেন, বিয়ের পর থেকে তাঁদের সংসার জীবনের নানা মুহূর্তের ছবি অকপটেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে তাঁরা তাঁদের সম্পর্ক এবং সংসার নিয়ে খোলামেলা ভাবে কথা বলেছেন। 💑
প্রসঙ্গত, গত বছর সোহিনী সরকার নিজেই তাঁদের বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন এবং তাঁদের সম্পর্কের অজানা কথাও জানান। দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তাঁরা গাঁটছড়া বেঁধেছিলেন, সেই কথাও সোহিনী তাঁর পোস্টে উল্লেখ করেন।
তবে এই বিয়ের আগে সোহিনী সরকার অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন, যা কারও অজানা ছিল না। কিন্তু ২০২৩ সাল থেকে তাঁদের বিচ্ছেদের খবর রটে যায়। 💔 অন্যদিকে, শোভন গঙ্গোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন, সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর থেকেই কানাঘুষো শোনা যেতে থাকে যে, সোহিনী এবং শোভন নাকি সম্পর্কে আছেন।
সোহিনী বয়সে শোভনের থেকে বড়। তবে কত বড় তা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। উইকিপিডিয়া অনুসারে, সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। আরেকটি সূত্র বলছে নায়িকার জন্ম ১৯৯১ সালের ১লা অক্টোবর। অন্যদিকে, উইকিপিডিয়া অনুসারে শোভনের জন্মদিন ১৯৯৩ সালের ১লা এপ্রিল। শোভন ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তাই সব মিলিয়ে, সোহিনী তাঁর প্রেমিকের চেয়ে অন্তত দেড় বছরের বড়। 🎂